সর্বশেষ সংবাদ ::

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ধুনট পৌরসভার চরধুনট ও কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই দ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। আটককৃতদের মধ্যে চরধুনট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার এক সহযোগি রয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, বুধবার সন্ধ্যায় ধুনট উপজেলার চরধুনট ও কুঠিবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে দুজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা করে অর্থদ- প্রদান করা হয়। পরে জব্দকৃত গাঁজার নমুনা সংরক্ষণপূর্বক ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *