সর্বশেষ সংবাদ ::

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ধুনট পৌরসভার চরধুনট ও কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই দ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। আটককৃতদের মধ্যে চরধুনট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার এক সহযোগি রয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, বুধবার সন্ধ্যায় ধুনট উপজেলার চরধুনট ও কুঠিবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে দুজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা করে অর্থদ- প্রদান করা হয়। পরে জব্দকৃত গাঁজার নমুনা সংরক্ষণপূর্বক ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *