সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে মিশেছে পুকুরে, দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পালিহার গ্রামে পুকুর খননে এবং অতিবৃষ্টির কারনে ধসে পড়েছে ঈদগাহ মাঠ সংলগ্ন গুরুত্বপূর্ণ একটি রাস্তা ও প্রাচীর। এতে করে এলাকার লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা ও টেক্সি চলাচল করে। শুধু তাই নয়, পুরো গ্রামের লোকজন ও বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা ব্যবহার করেন।সোমবার (৪ আগস্ট) সকালেই হঠাৎ করে এই ধস নামলে পুরো এলাকা থমকে যায়।স্থানীয়রা জানায় এই রাস্তা আশেপাশের তিনটি পাড়ার মানুষের চলাচলের একমাত্র রাস্তা। এখন প্রায় ৬০-৭০ জন মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।

 

তারা বলেন পুকুর মালিক রাস্তার একদম ঘেঁষে ২০-২৫ ফুট গভীর গর্ত খুঁড়ে পুকুর তৈরি করেছেন। কোন বাঁধ বা পাড় না রেখেই এমন কাজ করায় রাস্তাটি ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম (৪০) বলেন আমরা তিন দশক ধরে এই রাস্তা ব্যবহার করি। বহুবার বলেছি পুকুর এভাবে খনন করবেন না। আমাদের অনুরোধ কেউ শোনেনি।

এই রাস্তায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর একজন তরুণ নাজিমুদ্দিন (২৫) বলেন আমরা কয়েকজন অটোরিকশা চালাই। রিকশা বের করতে পারছি না, চার্জ দিতে পারছি না। ঘরে বসে দিন কাটছে এখন সংসার চালবে ক্যামনে।

৮৫ বছরের বৃদ্ধা আফরোজা বেগম বলেন আমি অনেক অসুস্থ, হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তো বের হতেই পারছি না। ধসে পড়া প্রাচীরটি ঈদগাহ মাঠের, যেটি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর নামাজ আদায়ের একমাত্র স্থান। ঈদগাহ কমিটির সভাপতি আলী মহুরি বলেন,
“আমি নিজের নামে জমি ওয়াকফ করেছি। এখন দেখছি, সেই জমির প্রাচীর মাটির সঙ্গে মিশে গেছে।

ঈদগাহ কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান বলেন এটা শুধু অবহেলা নয়, এটা অপরাধ। রাস্তা ধসে যাওয়া মানে মানুষের জীবন থেমে যাওয়া। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।

সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম খোকা বলেন এটা পরিকল্পিত অবহেলা। পুকুর খননের সময় নিয়ম না মানার ফলেই আজ গ্রামের প্রধান রাস্তা হারিয়ে গেছে।

কিচক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন আমি ইউএনও মহোদয় এর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *