
বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
সাবেক মন্ত্রী, নৌ বাহিনীর প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাদ যোহর ঐতিহাসিক মহাস্থানগড় মাজার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।