সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রকি গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নাশকতার মামলায় রেজাউল ইসলাম রকি (৩৬) কে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রকি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার সাহাপাড়া মহল্লার এস এম লুৎফর রহমানের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সান্তাহার পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের  ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে রেজাউল ইসলাম রকি গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এস এম মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক লীগের নেতা রেজাউল ইসলাম রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *