সর্বশেষ সংবাদ ::

ধুনটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের গণমিছিল

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মরণে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মিছিল শুরু করে ধুনটের মূল ফটকগুলো ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা’র আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (ধুনট -শেরপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, মাহমুদ আলম লেবু, মাওলানা আব্দুল ওহাব, তরিকুল ইসলাম প্রমূখ।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *