সর্বশেষ সংবাদ ::

ধুনটে চাচিকে ধর্ষণের মামলায় ভাতিজা গ্রেপ্তার, ধর্ষিতাকে তালাক

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে চাচার ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ভাতিজা বিল্পব হোসেন বিদ্যুৎ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ধর্ষণের শিকার হওয়ায় ভুক্তভোগি নারীকে (২৩) তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার স্বামী। এতে নিরুপায় হয়ে ওই নারী ধুনট থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শনিবার বিকালে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিল্পব হোসেন বিদ্যুৎ ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল হোসেন বারিকের ছেলে।

মামলা ও স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ের সঙ্গে গত পাঁচ বছর আগে পশ্চিম ভরনশাহী গ্রামের এক ব্যক্তির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক সন্তান রয়েছে। মেয়েটির স্বামী বগুড়া শহরে এক বেসরকারি কোম্পানীতে চাকুরী করেন। সেই সুবাদে স্বামীর ভাতিজা বিল্পব হোসেন বিদ্যুৎ ওই বাড়িতে যাতায়াত করে খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে গত ১৮ জুন রাত ২টার দিকে বিল্পব হোসেন বিদ্যুৎ বাড়িতে একা পেয়ে মেয়েটিকে তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে বাদী তার মামলায় উল্লেখ করেছেন।

এদিকে পরদিন স্বামী বাড়ি ফিরলে মেয়েটি ঘটনাটি তাকে জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী। এতে নিরুপায় হয়ে মেয়েটি তার স্বামীর ভাতিজা বিল্পব হোসেন বিদ্যুৎকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ধর্ষণের অভিযোগটি আমলে নিয়ে মামলাটি রেকর্ডভুক্ত করেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *