
বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে গত শুক্রবার বিকেলে একটি মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি রায়হানুল ইসলাম সুমন। প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ শাকিল,সহ-সেক্রেটারী হাবিবুর রহমান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক-সহ অনেকে। খেলায় অংশগ্রহণ করে টাইগার স্পোটিং ক্লাব ও লায়ন স্পোটিং ক্লাব। উভয় দলের খেলোয়াড়রা ভালো খেললেও অবশেষে লায়ন স্পোটিং ক্লাবকে টাইগার স্পোটিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি খাসি ও রানার্সআপ দলকে একটি রাজহাঁস প্রদান করা হয়।