সর্বশেষ সংবাদ ::

শেরপুরে এমপি মজবির রহমান মজনুকে ভবানীপুর আওয়ামীলীগের সংবর্ধনা প্রদান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সরকার দলীয় স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি মজিবর রহমান মজনু শেরপুর-ধুনটের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, এই দুই উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপান্তর করা হবে। এখানে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি রুখে দেওয়া হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। গ্রামে পাওয়া যাবে শহরের সব সুযোগ সুবিধা। এজন্য বর্তমান সরকার আমার গ্রাম আমার শহর প্রকল্প গ্রহণ করেছে। এমপি মজনু আরো বলেন, শেরপুর উপজেলার মধ্যদিয়ে গ্যাস চলে গেছে। কিন্তু এখানকার মানুষ সেই গ্যাস সুবিধা পায়নি। এছাড়া নির্মাণাধীন ছয়লেন ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবিটি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন বলে জানান তিনি।
স্থানীয় ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা জাকির হোসেন মামুন, রবিউল ইসলাম বাবু, আব্দুল হামিদ, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা কারিমুল ইসলাম প্রমুখ।
এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে এমপি মজনুকে সংবর্ধনা দেওয়া হয়। এরআগে শনিবার বেলা বারোটায় শহরের হাজীপুর পাড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাশে প্রাথমিক শিক্ষক সমিতির শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে এমপি মজিবর রহমান মজনুকে অনুরুপ সংবর্ধনা দেওয়া হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *