

বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া ): বগুড়ার শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, ফাহিমা আক্তার, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় উপস্থিতগণ উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান চোরদের দৌড়াত্ব কমাতে স্থানীয়ভাবে প্রতিরোধ ব্যবস্থার আহ্বান জানান। তিনি বলেন পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই চোরদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।