
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এস এস সি, এইচ এস, সি, দাখিল, আলিম ও ভোকেশনালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, বেল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, জেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্সেদ। আরো বক্তব্য রাখেন চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, মহস্থান শাহ সুলতান বলখী রহঃ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, অভিভাবক হানিমুন ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২০২৫ সালে রাজশাহী বিভাগের এস এস সি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী কৃতি ছাত্রী স্বর্ণালী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, বিমল কুমার রায়, রুস্তম আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।