সর্বশেষ সংবাদ ::

মাইলস্টোনে ট্র্যাজেডিতে নিহতদের রুহের কামনায় শিবগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দু’র্ঘট’নায় কোমলমতি শিক্ষার্থীদের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু ও আ’হত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা বিএনপি বাদ যোহর মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব (আবদুল্লাহ)।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহা. হাসানাত আলী, বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আবু জাফর খান, ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মাসুদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, ডেইরী অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমীর হামজা সাথিল
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোকসভা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উথলী উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ সেলিম মাষ্টার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন প্রধান অতিথি। শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের জন্য দোয়া ও বৃক্ষরোপণ করা হয়।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির আওতায় বিএনপি এদিন ৫ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও ‘জুলাই শহীদদের’ স্মরণে ছাত্রসমাবেশ আয়োজনের কথা ছিল। তবে রাষ্ট্রীয় শোক ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কর্মসূচি স্থগিত করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *