সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যুবলীগ নেতা আমিনুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বগুড়া সংবাদ : গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ায় নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগ নেতা আমিনুল ইসলামকে (৫০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।এর আগের সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। তবে এই নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা ২১ মামলার আসামি বগুড়ার আলোচিত পরিবহন মালিক নেতা আমিনুল ইসলামকে পঁচা ডিম নিক্ষেপ করেন। আদালতে হাজিরের পর আমিনুল ইসলামকে গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিম, কমরউদ্দিন বাঙ্গি ও আব্দুল মান্নান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই জাহাঙ্গীর কবির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর এবং সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় হাজতি পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের নেতা ও বগুড়া বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুলের বিরুদ্ধে আইনজীবী শাহিন হত্যা মামলাসহ ২১টি মামলা রয়েছে।

Check Also

শিবগঞ্জে আদর্শ মানব সেবা সংগঠনের বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আদর্শ মানবসেবা সংগঠন” এর উদ্যোগে বৃক্ষ বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *