
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ মাদক ব্যাসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান। ঘটনার পর গত বুধবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী শাহীনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশসূত্রে জানাযায় বুধবার (১৬ জুলাই) রাত ১২টার সময় শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজ এলাকার কারেন্ট মাজার সংলগ্ন স্থানে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেলে শাহীন এএসআই হাফিজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, রাতেই অভিযান পরিচালনা করে হামলাকারী শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। সে সদর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতেপাড়া এলাকার শাহজাহান আলীর পুত্র। মাদক মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।