
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে সজিব প্রামাণিক (২৫) নামে এক যু্বকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলা কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরিফ প্রামাণিকের ছেলে।
নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, নিহত সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। বাবাও এখন অসুস্থ হয়ে বাড়িতেই থাকেন । এমতাবস্থায় সজীব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে।
তার খােঁজ-খবর নেওয়ার তেমন কেউ নেই।
শনিবার(১২ জুলাই) সজীব বাড়ি থেকে বেরিয়ে পরে। রোববার ভােরে গ্রামবাসী সজীবের বাড়ির নিকট রাস্তায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।