
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় অটো ভ্যানগাড়ি ছিনতাইয়ে ধৃত দুই ব্যক্তিকে তিনদিন রিমান্ড শেষে গতকাল শনিবার বগুড়া জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গত ৫ জুলাই বিকেলে তিন ব্যক্তি যাত্রীবেশে স্থানীয় বালুয়াহাট হয়ে পাশেই মহিষাবাড়ি গ্রামে একটি রাস্তায় নেমে তারা শিশু ভ্যান চালক খোকন মিয়ার (১৩) কাছ থেকে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। এ সময় খোকন মিয়া ডাকচিৎকার দিলে স্থানীয় কিছু লোক ছুটে এসে ভ্যানগাড়িটি উদ্ধার ও দুইজন ছিনতাইকারীকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ভ্যানগাড়িসহ ধৃত দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। দুই ছিনতাইকারী হলো উপজেলার সুজাইতপুর গ্রামের মুক্তা মিয়ার ছেলে শাহিন বেপারী (২০) ও দক্ষিণ আটকরিয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে আপেল মোল্লা (৫০)। ছিনতাইকারী তিনজনের মধ্যে একজন পালিয়ে গেছে। ভ্যানগাড়ি চালক খোকন মিয়া আগুনিয়াতাইড় গ্রামের দরিদ্র মহিদুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলে পুলিশ আদালতে দুই ছিনকারীকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেন। আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে। গতকাল শনিবার রিমান্ড শেষ হলে পুলিশ দুই ছিনতাইকারীকে জেলহাজতে প্রেরণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা