সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে একত্রিত স্বেচ্ছাসেবীরা: সামাজিক উন্নয়নে একসাথে পথচলার অঙ্গীকার

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন” এর এক আলোচনা সভা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় শিবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সরকার, সহ-সভাপতি শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, বাবলু মিয়া, শাহিনুর ইসলাম, এবং সাজ্জাদ হোসেন

এছাড়াও আরো উপস্থিত ছিলেন
ফাহিম ইসলাম, মাসুদ রানা, প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুমন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, তাওহীদ ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তারা বলেন,
“উপজেলার সামাজিক উন্নয়নে সকল সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবে কাজ করলে বাস্তবসম্মত পরিবর্তন সম্ভব।” তাঁরা শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ সেবা, যুব উন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উত্থাপিত প্রস্তাবনা:

“শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন” নাম করণের মধ্য দিয়ে আরো কয়েকটি বিষয় কার্যকর করার প্রস্তাব আসে।

প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি মনোনীত করে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।

প্রবীণ ও অসহায় নাগরিকদের জন্য ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক প্রচারণা, এবং স্কুল-কলেজে সচেতনতা সভা আয়োজনের পরিকল্পনা পেশ করা হয়।

সভাপতি রশিদুর রহমান রানা বলেন, “আমরা এখন আর আলাদা আলাদা সংগঠন নই, বরং একটি বড় পরিবার — শিবগঞ্জ উপজেলার উন্নয়নের এক একটি অংশীদার। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এসোসিয়েশনের পক্ষ থেকে নিয়মিত বৈঠক ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হবে।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *