সর্বশেষ সংবাদ ::

অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলো বগুড়ার দুই ক্রিকেটার

বগুড়া সংবাদ : চলতি মৌসুমে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে। আগামী ১২ জুলাই হতে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে। এ মাসের ৩১ তারিখে ক্যাম্প শেষ হবে। এর আগে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্যাম্পে বগুড়ার একাধিক কিশোর ক্রিকেটার ডাক পেয়েছে। দুই কিশোর ক্রিকেটারের অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক, জেলা প্রশাসক হোসনা আফরোজা, সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল এবং সদস্য সচিব মোস্তফা মোঘল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *