
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবতাব উদ্দিন(৭০) ও তার স্ত্রী রিভা আক্তার(৩০)কে হাত,পা ও মুখ বেঁধে মাথায় আঘাত ও শ্বাস রোধ করে হত্যা করে ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা। ৮জুলাই মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ল²িমন্ডপ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শাহজাহান আলী তার বাবা, স্ত্রী ও সন্তান রেখে সৌদি আরব অবস্থান করছেন। বাড়িতে বৃদ্ধ পিতা ও স্ত্রী সন্তান থাকতেন। ঘটনারদিন রাতের কোনো এক সময়ে মাটির বাড়ির দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাদের হাত,পা ও মুখ বেঁধে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনায় বেঁচে থাকা শাহজাহানের শিশু কন্যা জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রেবেকা তাসনিম মালিহা(৮) সকালে ঘুম থেকে উঠে মাকে হাত পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ইতিমধ্যেই বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম সহ ডিবি, র্যাব, পিবিআই সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম প্রবাসীর পিতা ও স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।