
বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) : বগুড়া শিবগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ১৪ টি পরিবারের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৭টি বকনা বাছুর ও ৭টি ষাঁড় বাছুরসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়ালী-উল -ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম সাবু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ ববি রানী প্রমূখ।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১০০/১৫০ কেজি গো-খাদ্য, ১ টি ম্যাট এবং গরু পালনের উপযোগী গৃহ নির্মাণ সামগ্রী।