
বগুড়া সংবাদ : বগুড়ার নারুলী রূহ ইন্টারন্যাশনাল মাদরাসা আয়োজিত পবিত্র কুরআন ছবক অনুষ্ঠান রবিবার ১১টায় স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলামা মাশায়েখ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূহ মাদরাসার ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, পরিচালক আসাদুল্লাহ আল গালিব, গোলাম মোস্তফা, আল মাহমুদ, আপেল মাহমুদ, রাজু মিয়া, শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে অর্ধ শত শিক্ষার্থীকে কুরআন হাতে তুলে দিয়ে প্রধান অতিথি বলেন কুরআন প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ ও সুন্দর সমাজ গঠন করতে হবে। কুরআনের সমাজ গঠন হলেই দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি মিলবে। ইনশাআল্লাহ।