সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

 

বগুড়া সংবাদ : বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম ও সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার।
জানা যায়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোছাঃ শাম্মী আক্তার ও তার স্বামী মোঃ শাজাহান মিয়া রোগীদের ভুয়া প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।  প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম জানান, জনস্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা প্রশাসন কঠোর হস্তে দমন করবে। অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *