
বগুড়া সংবাদ :বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পশ্চিমাঞ্চলের ০২ বারের শ্রেষ্ঠ ইন্সপেক্টর মোঃ নূর এ নবী মঙ্গলবার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছে। এর আগে তিনি রাজশাহী আরবিআর প্রসিকিউশন ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে সান্তাহার কর্মরত থাকাকালীন স্টেশন টিকিট কালোবাজারি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কঠোর হাতে দমন করেছেন।
সম্প্রতি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চুরি, ছিনতাই ও মাদক বেড়ে যাওয়ার কারণে কঠোর হাতে দমনের জন্য আবারও ইন্সপেক্টর নূর এ নবীকে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর হিসেবে বদলী ও পদায়নাদেশ জারী করা হয়।
সান্তাহারে ইন্সপেক্টর নূর এ নবী যোগদানের পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, পৌর শহরের সুধী মহল, রাজনৈতিক নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দরা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।