বগুড়া সংবাদ : গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বিনোদ গ্রামের শাহিনুর ইসলামের পুত্র এস এস সি পরীক্ষার্থী ইমরান হোসেন (১৫) তার শয়ন
কক্ষে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। ২০২৪ সালে ইমরান হোসেন বিনোদ কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ছিলেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশউদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
