সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ২ ট্রাকের মুখোমূখী সংঘর্ষ নিহত-১ আহত-২

 

বগুড়া সংবাদ :  রোববার ভোররাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বিবিরপুকুর এলাকায় গত রোববার ২ ট্রাকের মূখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক চালক আলতাফ হোসেন ব্যাপারী (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়। অপর ট্রাকের চালক আজমল হোসেন (৩৫)ও হেলপার রাশেদ (১৫) গুরুত্বর আহত হয়।
জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা আমের ক্যারেট বোঝাই ট্রাক ঢাকা মেট্রো, ন-১৭-৬৫৪০ ও নওগাঁ থেকে ছেড়ে আসা আম বোঝাই ট্রাক, ঢাকা মেট্রো ট-১৮-৩৬২৯ এর সাথে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারে পশ্চিমপার্শ্বে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বগুড়া গামী ট্রাকের চালক আলতাফ হোসেন ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন। অপর ট্রাকের চালক আজমল হোসেন ও হেলপার রাশেদ গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস এন্ড সিফিল ডিফেন্স এর লোকজন তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেছেন।
নিহত আলতাফ হোসেন ব্যাপারী টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার হেইন নগর গ্রামের নুসুম উুদ্দিন ব্যাপারী পুত্র। আহত আজমল হোসেন ঢাকা সাভারের বটতলি এলাকার সুকালের পুত্র এবং রাশেদ একই এলাকার হাসান আলীর পুরত্র।
সড়ক দুঘর্টনা,নিহত ও আহতের বিষয়টি কাহালু থানার এস আই জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *