
বগুড়া সংবাদ : শনিবার সকালে বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর কমিটির শিক্ষক সম্মেলন প্রভাষক হেদায়েতুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনের সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল আজিজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া মহানগর কমিটির উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম সরকার। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাড শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা সভাপতি ও বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহŸায়ক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব , মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি লোকমান হাকিম, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মুখলিসুর রহমান মুকুল প্রমুখ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর শাখার অন্তর্ভুক্ত বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, মাদরাসা শিক্ষক পরিষদ ও মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন ও বগুড়াকে বিভাগ ঘোষণার জোর দাবি জানানো হয় ।