বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে। বুধবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাটলাল গ্রামের সাইফুল ইসলাম গোলাপ (৫৩), একই গ্রামের গোলাম মোস্তফা (৫১), ওবাইদুল ইসলাম (৩৫), জাহিদ হোসেন (২১) এবং সিংড়া উপজেলার আদখোলা গ্রামের আব্দুল মজিদ (৩৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার হাটলাল গ্রামে ধাপপাড়ায় এক মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে জুয়াখেলা অব¯’ায় আ’লীগ নেতাসহ ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একসেট জুয়া খেলার তাস ও নগদ ১৬ হাজার ৩৬৭ টাকা উদ্ধার হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …