
বগুড়া সংবাদ : অদ্য ২৪ জুন ২০২৫ তারিখে বগুড়া জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে জেলা প্রসাশকের কনফারেন্স রুমে যমুনা প্রকল্প বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জানুয়ারী ২০২৫ হতে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ও কাজলা ইউনিয়নে।
সভায় সভাপতিত্ব করেন, মাননীয় জেলা প্রসাশকের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: মেজবাউল করিম মহোদয়। এই অবহিতকরণ সভায় মো: জয়নাল আবেদীন চাঁন-সম্মানিত ভাইস চেয়ারম্যান, মো: শাহাদত হোসেন-সেক্রেটারী সহ কমিটির কার্যনির্বাহী সদস্য মো: রেজাউল করিম বাদশা, মো: সহিদ উন নবী, মো: আবিদুর রহমান সোহেল, মাফতুন আহমেদ খান রুবেল, এ কে এম তৌহিদুল আলম মামুন, আব্দুস সালেক তোতা ও মো: হাবিবুর রহমান রশিদ সন্ধান উপস্থিত ছিলেন। এছাড়াও সুইস রেড ক্রস হতে জনাব মো: ফিরোজ সালাউদ্দিন-ম্যানেজার-ফাইন্যান্স ও বিডিআরসিএস জাতীয় সদর দপ্তর হতে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন কবীর-প্রোগ্রাম ম্যানেজার অংশগ্রহন করেন।
বগুড়া জেলা ইউনিট হতে শিকদার রাহাত ইসলাম-ইউনিট লেভেল অফিসার, অমল কুমার প্রামানিক-প্রকল্প সমন্বয়কারী, খুরশীদ আলম-সিনিয়র ফাইন্যান্স অফিসার, আবদুল্লাহ আল মামুন ও আশরাফুল ইসলাম-প্রকল্প ফিল্ড অফিসার এই অবহিতকরণ সভায় অংশগ্রহন করেন। এছাড়াও যুব প্রধান মো: রায়হান খন্দকারসহ যুব সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্ব ও সভা উদ্ধোধনের পর প্রকল্প বিষয়ে প্রোগ্রাম মানেজার একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। অংশগ্রহনকারীগণ প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্ট কর্ম এলাকায় কিভাবে বাস্তবায়ন হচ্ছে তার পদ্ধতি ও এর ফলাফল বিষয়ে আলোচনা করেন। প্রকল্পের একটি বিশেষ দিক যে, প্রকল্পটি একেবারে অসহায় দরিদ্র চরে বসবাসরত জনগণের জন্য কাজ করছে।
প্রেজেন্টেশন শেষে সকল সসদ্যগণ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং প্রকল্প বিষয়ে অনেক রকমের পরামর্শ ও সুপারিশ প্রদান করেন। তারা প্রকল্পের এধরনের উন্নয়ন কাজের প্রশংসা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। আজকের অবহিতকরণ সভার সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: মেজবাউল করিম মহোদয় সবাইকে সক্রিয় অংশগ্রহন ও আলোচনার জন্য ধন্যবাদ জানান এবং জেলা প্রসাশনের পক্ষ হতে সব ধরনের সহায়তা থাকবে বলে জানান।