সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাংবাদিকের মোবাইল চুরি, রাষ্ট্রিয় নথি বেহাতের শঙ্কা

বগুড়া সংবাদ :  বগুড়া শহরের সূত্রাপুরে নিজের বাসা থেকে সাংবাদিকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসায় বিশ্রাম করছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার স্টাফ রিপোর্টার শমসের নূর খোকন। এসময় ঘুমিয়েগেলে জেগে উঠে দেখতে পারেন তার এন্ড্রয়েড ৪জি মোবাইল ফোনটি টেবিলের ওপর নেই। এরপর বাড়ির আশপাশে খোঁজাখুঁিজ করেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। সংবাদিক শমসের নূর খোকন বলেন, আমার ফোনে ব্যক্তিগত তথ্যর সাথে রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ কিছু নথির সফট কপি ছিলো। এগুলো তথ্য বেহাতের শঙ্কা করছি, অজ্ঞাত ব্যক্তিদের হাতে তথ্যগুলো যাওয়া উচিৎ নয়। এঘটনায় গতকাল সোমবার (২৩ জুন) বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই (নিরস্ত্র) মোঃ উজ্জল হোসেন কে দায়িত্ব প্রদান হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *