
বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাহালু উপজেলাবাসীর ঋণ আমি কোন দিন পরিশোধ করতে পারবো না।
বিগত ২০১৮ সালে জিয়া পরিবার আমাকে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী করেছিলেন বিধায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। তাদের এই ঋণ আমি কোন দিন পরিশোধ করতে পারবো না। তিনি আরও বলেন, ২০১৮ সালে সংসদ নির্বাচনে ভোট চুরি করে আমাকে নন্দীগ্রামে উপজেলায় ৬ হাজার ভোটে পরাজিত করে কিন্তু কাহালু উপজেলাবাসী বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। এই জন্য আমি কাহালু উপজেলাবাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না।
রোববার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম হাটবাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগ ও বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে কুশল বিনিময়কালে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম কামাল, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম (শাহীন), বিএনপিনতা আব্দুল বারিক, রিপন মন্ডল, আজিজুর রহমান আজিম, আল আমিন, শাহ আলম, মুনির, আবু তাহের, মোজাম্মেল হক মোজাম, আবাবিল, আব্দুল খালেক, আব্দুস সালাম, ফরিদ উদ্দিন, আইয়ুব আলী, খলিল, আজাদ, বাদশা, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (তারেক), কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, পৌর কৃষকদলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, যুবদলনেতা ইসরাফিল, মামুন, আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলনেতা ইউসুফ আলী, আবু হাসান, ছাত্রদলনেতা সাগর, শাহিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।