সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী

বগুড়া সংবাদ : বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী অর্থোপেডিক্স ও চর্ম-যৌন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় আদমদীঘি সদর ইউনিয়নের কদমা উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক মিম্মা আক্তার মিম, ছালমা বেগম, ফিরোজা, তাসলিমা, সুমাইয়া, শিক্ষক লাবনী ও আরোবি প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিক্সের ডাক্তার আখেরুজামান রবি ও চর্ম-যৌন রোগের ডাক্তার আব্দুল আওয়াল সম্রাট।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *