সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে অপহৃত স্কুল ছাত্র মুখবাঁধা অবস্থায় উদ্ধার; ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আতিকুর রহমান নিশান (১৪) নামের এক অপহৃত স্কুল ছাত্র উদ্ধারের ঘটনায় সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই স্কুল ছাত্রের বাবা ও উপজেলার নিমাইদীঘি গ্রামের আক্তারুজ্জামান হিটলার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালা সিনেমা হল এলাকায় মোবাইলের গ্লাস  পরিবর্তন করতে যায় স্কুল ছাত্র আতিকুর রহমান নিশান। সেখোন থেকে উৎস ও কামরুল নামের দুই যুবক তাকে চাকুর ভয়ভীতি দেখিয়ে সান্তাহার বাস ষ্ট্যান্ডের উত্তর দিকে একটি হাঁসের খামারে নিয়ে যায়। এরপর তাকে গামছা দিয়ে মুখ বেঁধে বেধরক মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ওই স্কুল ছাত্রের ফোন দিয়েই তার পরিবারের সদস্যদের কাছে তারা মুক্তিপন হিসেবে সাড়ে ১২ হাজার টাকা দাবী করেন। শুধু তাই নয়, তারা ওই স্কুল ছাত্রের বিকাশেই সেই টাকা পাঠাতে বলেন। সে অনুযায়ী তার বাবা বিকাশের মাধ্যমে চাহিদা মত টাকা পাঠান। এরপর অপহরনকারিরা স্কুল ছাত্রের বিকাশের গোপন পিন কোড নিয়ে টাকা উত্তোলনের জন্য দোকানে যায়। এ সময় পরিবারের লোকজন ওই স্কুল ছাত্রকে খুঁজতে ঘটনাস্থলে গিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অপহনকারিরা সটকে পড়েন।এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *