
বগুড়া সংবাদ : নানা আয়োজনের মধ্যে দিয়ে শিশুদের জন্য আয়োজিত পাঁচ দিনের ঈদ মিলনমেলা শেষ হয়েছে। গত ১০ জুন বিকালে মেলার উদ্ধোধন করা হয় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে। আর আনুষ্ঠানিকভাবে মেলাটি শেষ হয় গত ১৪ জুন। বগুড়া বন্ধন শিল্পীগোষ্ঠী আয়োজিত ঈদ মিলনমেলাটি শিশুদের জন্য বিভিন্ন খেলনা থাকায় এবং শিুশুদের উপযোগী সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাধারণ দর্শকরা ভালোভাবে উপভোগ করে। মেলা উপলক্ষ্যে শিশুদের বিভিন্ন খেলনার দোকান বসে। বসে নারীদের জন্য বিভিন্ন স্টল। ছিলো খাবার দোকানও। মেলার শেষ দিনে নৃত্য পরিবেশন করেন মৌসুমী নৃত্যাআশ্রমের শিল্পীবৃন। এছাড়া,বগুড়া বন্ধন শিল্পী গোষ্ঠিও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
আয়োজক কমিটি বগুড়া বন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, মুলত ঈদ মিলনমেলা সকল বয়সীদের জন্য আয়োজন করা হলেও, ঈদের ছুটিতে শিশুদের ভিড় বেশি ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।