সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শিবগঞ্জ এসএসসি পরীক্ষার্থী স্কুলে নেশা করে মৃত্যু বরণ

বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর অসুস্থ হয়ে সিহাব হাসান সৈকত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিহাব শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে।
মৃত সিহাবের চাচা মিলু হোসেন জানান, সিহাব উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্কুলে তাদের বিদায় অনুষ্ঠান ছিল। সিহাব ওই অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ করার কথা বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। ওইদিন সে বন্ধুদের সঙ্গে স্কুল এলাকায় মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়ে ও মহাস্থান এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে।
বিষয়টি জানতে পেরে শনিবার অসুস্থ অবস্থায় তাকে বাড়ি আনা হয়। রোববার সকালে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যায় সিহাব।
মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, একজন পরীক্ষার্থী মারা গেছে বলে জেনেছি। তবে কী কারণে মারা গেছে তা আমার জানা নেই।
বগুড়া শজিমেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নুরে শেফা শাহিনা জানান, বিষক্রিয়ায় সিহাবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এক স্কুলছাত্র বিষক্রিয়ায় হাসপাতালে মারা গেছে বলে শুনেছি। তার বাবা থানায় আসছেন। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।।

 

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *