
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক বগুড়ার শেরপুর উপজেলার ৪২টি দাখিল ও আলিম মাদ্রাসার প্রধান এবং ইবতেদায়ী শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। আজ ১১ জুন বুধবার সকালে মেরপুর শহীদিয়া কামিল মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নূরুল হক বলেন বিগত সরকার ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করেছে। তারা দেশকে কখনও ভালোবাসেনি, এসেছিলেন প্রতিশোধ নিতে। যার কারনে দেশের টাকা পাচার করেছে বিদেশে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গোটা দেশকে ফোকলা করে দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। দেশ ও জাতির উন্নয়নে আল্লাহভিরু ন্যায়পরায়ন শিক্ষিত জাতির বিকল্প নেই। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তারা কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়। আর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত জাতি কখনও দুর্ণীতি অন্যায় ও লুটপাটের সাথে জড়িত হতে পারে না। তাই সরকার মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কোন অজুহাদ না দিয়ে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়াতে বিভিন্ন সুযোগ সুবিধার আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠদান মানসম্মত ও সু-শিক্ষা নিশ্চিত করতে হবে। তাহলে এমনিতেই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। মাদ্রাসার উন্নয়নে এই সরকার দ্রুত আধুনিক ভবন বরাদ্দ দিবেন। শিক্ষা ব্যবস্থায় কোন বৈষম্য থাকবে না। মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিকীকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমান অন্তবর্তীকালীন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। মাননীয় শিক্ষা উপদেষ্ঠা ও সচিব মহোদয়ের দিকনির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা ও প্রচেষ্টাই এই লক্ষ্য অর্জনে প্রধান ভূমিকা পালন করবে।” তিনি আরও বলেন, “ইবতেদায়ী স্তর হলো মাদ্রাসা শিক্ষার ভিত্তি। এই স্তরের শিক্ষকদের আরও নিবেদিতপ্রাণ হয়ে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।”সভায় উপস্থিত বিভিন্ন মাদ্রাসার প্রধান ও ইবতেদায়ী শিক্ষকগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে, ইবতেদায়ী শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন, শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা।মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধৈর্য ধরে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও শিক্ষকদের অবহিত করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, আলতাদিঘী ফাযিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফুলতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ, রাজারদিঘী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, বিরইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, ভবানীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম প্রমূখ। এই মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে একটি ইতিবাচক সেতুবন্ধন তৈরি করবে এবং শেরপুর উপজেলার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।