সর্বশেষ সংবাদ ::

বগুড়াতে যৌথবাহিনীর অভিযানে যৌন নিপীড়নকারী আটক

বগুড়া সংবাদ : গত ৮ জুন ২০২৫ খ্রিঃ, শনিবার বিকেল আনুমানিক ১৫৪৫ ঘটিকায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি স্থানীয় মসজিদের ভিতরে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে আকালু মোল্লা (৬২) নামক এক দুর্বৃত্ত।

শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশে থাকা কয়েকজন পথচারী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব একাধিক অভিযান পরিচালনা করে, কিন্তু দুর্বৃত্তকে আটক করা যায় নি। পরবর্তীতে আজ সকালে সারিয়াকান্দি সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি টহল দল, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে অভিযুক্তকে তার বোনের বাড়ি থেকে (নিজ বাড়ি থেকে প্রায় ৪ কিমি দূরে) আটক করতে সক্ষম হয়।

এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা যৌথবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানান।

Check Also

বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান: ২৫ হাজার টাকা জরিমানা, ১০১৫ কেজি পলিথিন জব্দ

বগুড়া সংবাদ : বগুড়া জেলার সদর থানার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় অবস্থিত ‘টু স্টার প্রিন্টিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *