সর্বশেষ সংবাদ ::

শহীদ জিয়া দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব নেতৃত্বে বড় বড় ভূমিকা পালন করেছিলেন – মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, শহীদ জিয়া হলেন ইতিহাসের রাখাল রাজা, যিনি দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব নেতৃত্বে বড় বড় ভূমিকা পালন করেছিলেন। ইরাক-ইরানের মতো দেশের যুদ্ধ বন্ধে ভূমিকা রেখে শান্তি স্হাপন করেছিলেন। এমনকি মুসলিম বিশ্বের সংগঠন ওআইসির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্ব নেতৃত্বে যখন প্রেসিডেন্ট জিয়া নেতা হিসাবে আবির্ভূত হচ্ছিলেন, তখনই বৈদশিক ষড়যন্ত্রে কিছু বিপদগামী সেনা সদস্যের দিয়ে ইতিহাসের এ  মহানায়ককে হত্যা করা হয়। তিনি আরো বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের জন্য যা করেছেন, তাতে আমরা ঋণী হয়ে গেছি।

এসময় প্রধান অতিথি মীর শাহে আলম অন্তবর্তী সরকারের উদ্দেশ্য বলেন, দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সম্মানের সাথে বিদায় নেন। নির্বাচনী কার্যক্রম শুরু হলেই দেশের ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।
৩০ মে ২০২৫, রোজ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা-পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ন সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
এসময় আরো উপস্হিত ছিলেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, পৌর ছাত্র দলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন প্রমুখ।

 

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *