সর্বশেষ সংবাদ ::

মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ : আজ রোববার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান বেলুন উড়িয়ে ৩দিনব্যাপী এই টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, দৈনিক সকলের খবর এর সম্পাদক আলহাজ¦ ওয়ালিউর রহমান দোয়েল, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং তরুণ ব্যবসায়ী আলহাজ¦ জরজিস হোসেন। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ও খালেদ মাহমুদ রুবেল। এছাড়া বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম, শামীম আলম, তোফাজ্জল হোসেন, সানাউল হক শুভসহ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যবৃুন্দ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের দুটি খেলায় শহীদ সাব্বির একাদশ এবং শহীদ রাতুল একাদশ বিজয়ী হয়েছে। প্রথম ম্যাচে শহীদ কমর উদ্দিন একাদশ টসে জিতে শহীদ সাব্বির একাদশের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শহীদ সাব্বির একাদশ এক উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুস ছালাম অপরাজিত ৪৬ এবং দেলোয়ার অপরাজিত ৩৯ রান করেন। টি এম মামুন একমাত্র উইকেটটি শিকার করেন। জবাবে শহীদ কমর উদ্দিন একাদশ ৪ উইকেট হারিয়ে ৬৫ রান করলে শহীদ সাব্বির একাদশ ৪৮ রানের বিশাল জয় পায়। বিজয়ী দলের আব্দুস ছালাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দিনের অপর খেলায় শহীদ রাতুল একাদশ ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শহীদ সিয়াম একাদশের বিপক্ষে। টসে জিতে শহীদ রাতুল একাদশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শহীদ সিয়াম একাদশ ১ উইকেটে ৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সামিউল ১৮ এবং তানভীর রিমন অপরাজিত ১৭ রান করেন। সাহাদুল ইসলাম সাদু একমাত্র উইকেটটি লাভ করেন। জবাবে দুই ওপেনার অরুপ রতন এবং তানজিজুল ইসলাম স্বরণ হেসে খেলে ৭ দশমিক ২ ওভারে কোন উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয়। স্বরণ সর্বোচ্চ ৩৮ এবং অরুপ রতন ২৩ রানে অপরাজিত ছিলেন। বিজয়ী দলের স্বরণ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ পরিচালনায় ছিলেন জাহিদ ইকবাল জিতু এবং সিরাজুল ইসলাম সাজু। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু। সোমবার সকাল ১০টায় শহীদ শিমুল একাদশ খেলবে শহীদ আব্দুল মান্নান একাদশের বিপক্ষে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে একমাত্র সেমিফাইনাল।

 

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *