বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের গোদারপাড়ায় ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ আইনুন নাহার হেনার স্থায়ী বরখাস্তের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আইনুন নাহার হেনা একজন দুর্নীতিবাজ, স্বৈরাচারী ও বিতর্কিত ব্যক্তি। তারা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মে জড়িত এবং নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে অর্থের যোগান দিয়ে আসছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এখনো স্থায়ীভাবে বরখাস্ত না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি মোরশেদুল ইসলাম সুইট, মুজাফফর, আব্দুর রহিম গোলাম রসূল, খোকন, শাহিনুর, হেলাল, হায়দার, মুক্তা, জাকিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অবিলম্বে অধ্যক্ষ আইনুন নাহার হেনার স্থায়ী বরখাস্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
