সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে খতিব ও ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। আলোচনা পেল করেন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল্লাহ নজিব, মুফতি মাওলানা কাজী ফজলুল করিম রাজু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে খতিব ও ইমামদের এগিয়ে আসতে হবে। জুমার খুৎবায় আপনারাই মুসল্লীদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীর কথা তুলে ধরছেন এবং ধরবেন। অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন এলাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

 

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *