সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় মাশরুম চাষ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাশরুম চাষ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপি সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামের আলমগীর হোসেন রাঙ্গার বাড়ির উঠানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কিষাণ-কিষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ সাবিহা আক্তার সুরভী ও উপ-সহকারী কৃষি অফিসার শ্রী নয়ন চন্দ্র শীল-সহ অনেকে। এ সময় স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা মাশরুম চাষে উদ্বুদ্ধকরণ,মাশরুমের উপকারিতা ও পুষ্টিগুণ ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। এদিকে মাশরুমের উপকারীতা বিষয়ে ধারণা পেয়ে অনেকটা খুশি হয়েছেন বলে প্রশিক্ষার্ণীরা মনে করেন।

 

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *