সর্বশেষ সংবাদ ::

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃষি শিক্ষার্থী সম্মাননা প্রদান

বগুড়া সংবাদ : রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম যুব সংঘ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ১৯নং ওয়ার্ডের কৃতি শিক্ষার্থীদের কাউন্সিলর এর পক্ষ থেকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ছোটবনগ্রাম স্কুল মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আখতারুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৬নং মাকিটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের  সভাপতি মোঃ হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *