সর্বশেষ সংবাদ ::

বগুড়ার রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল কে সংবর্ধনা

 

বগুড়া সংবাদ : বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইনছান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শাহ আলম, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু, মাষ্টার মোজাফফর রহমান, মতিউর রহমান মতি, আবু তালহা সেলিম, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, ১০ম শ্রেনীর শিক্ষার্থী সামিউল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে।পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি সহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী সহ দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক  মাওঃ মোঃ আবু ইমরান।
ক্যাপশন:
বগুড়া সদরের লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়।

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *