সর্বশেষ সংবাদ ::

শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক নেতা শাইনকে সংবর্ধনা

বগুড়া সংবাদ :বগুড়া শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের শাবরুল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি সাংবাদিক নেতা আলহাজ্ব মমিনুর রশিদ শাইনসহ কমিটির সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক প্রতিনিধি নুরুন নবী, শিক্ষক প্রতিনিধি আইরিন পারভীন এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাহেলা খাতুন।

সোমবার (১২ মে) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় নব নির্বাচিত সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা খাতে যেই অপুরণীয় ক্ষতি সাধন হয়েছে, আমরা সকলে মিলে সেই ক্ষতি পুরণে সচেষ্ট হয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবো এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা গ্রহণ করে বগুড়ার প্রথম সারির বিদ্যালয় গুলোর মতো পরিবেশ ও রেজাল্ট আনতে সচেষ্ট থাকতে যা যা করণীয় শিক্ষদের সঙ্গে নিয়ে সেই সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

সেই সাথে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আপনাদের মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে শিক্ষার্থীদের খোঁজ খবর রাখবেন এবং বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে সেই বিষয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *