সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে এমএইচ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন

বগুড়া সংবাদ :বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হয়েছেন শফিউল আলম সুমন। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

গত বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এমএইচ কলেজের গভর্নিং বডির সভাপতি পদে শফিউল আলম সুমন এবং বিদ্যোৎসাহী পদে আব্দুর রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, পত্র ইস্যুর তারিখ থেকে কলেজের গভর্নিং বডির মেয়াদ দুই বছর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন ভাইস চ্যান্সেলর।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নিযুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিউল আলম সুমন।

 

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *