সর্বশেষ সংবাদ ::

শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক মমিনুর রশীদ শাইন

বগুড়া সংবাদ :বগুড়া  সংবাদ :  বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মমিনুর রশীদ শাইন।

২৮ এপ্রিল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. জিয়াউল হকের স্বাক্ষরিত এক পত্রে ৬ মাস মেয়াদি চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক মমিনুর রশীদ শাইন ছাড়াও অন্য সদস্যরা হলেন— উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মো. নুরুন নবী, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি আইরিন পারভীন এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাংবাদিক মমিনুর রশীদ শাইন পেশাগত জীবনে একজন সৎ, দায়িত্বশীল এবং সমাজসচেতন সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত, ৪৪ বছর পুরনো দেশের অন্যতম প্রাচীন সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’-এর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং জনকল্যাণমুখী চিন্তাধারাকে মূলনীতি হিসেবে ধারণ করেছেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাঁর অগ্রণী ভূমিকা, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও প্রেরণা প্রদান এবং সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান তাঁকে একজন আদর্শ সাংবাদিক ও সংগঠক হিসেবে পরিচিত করেছে।
তাঁর নেতৃত্বে গঠিত শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট মহল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *