সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে শহীদ রহমতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ : দাওয়াতি পক্ষ উপলক্ষে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দিনভর সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে গণসংযোগ করেন। কাজলা ইউনিয়নে টেংড়াকুড়া বাজার, আনন্দবাজার, শাহজালাল বাজার জামথল বাজার গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, উপজেলা সহকারী সেক্রেটারি কাজী মাওলানা মোঃ জহুরুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম. ফজর আলী প্রমুখ। এ সময় তিনি জামথল গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে জুলাই আগস্ট ২৪ এ শহীদ আব্দুর রহমত ওরফে ধলার কবর জিয়ারত করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বলেন জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি সুখী সুন্দর কল্যাণময় রাস্ট্র কায়েম করাই জামায়াতের লক্ষ্য।

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *