বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু হচ্ছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা ২২ এপ্রিল সকাল ৯টায় টুর্ণামেন্ট উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় গাবতলী টাইগার্সের মুখোমুখী হবে এ জেড স্পোর্টিং ক্লাব। প্রতিটি দলে ২জন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে। টুর্ণামেন্টে মোট ১৮টি দল ৬টি গ্রæপে ভাগ হয়ে অংশগ্রহন করবে। প্রতিটি গ্রæপের চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি’র পাশাপাশি নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। ক গ্রæপে রয়েছে মেঘদ্বীপ ক্রীড়াচক্র, ইয়ং এক্সপ্রেস এবং ব্রাইট স্টার ক্লাব, খ গ্রæপে সুত্রাপুর কিংস, হেলথ সিটি ইলেভেন স্টার এবং মালতিনগর ওয়ারিয়র্স, গ গ্রæপে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী, রাহুল গ্রæপ ক্রিকেট ক্লাব এবং বেলাইল ক্রিকেট ক্লাব, ঘ গ্রæপে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস্ ইলেভেন ও সাতমাথা কিংস, ঙ গ্রæপে গাবতলী টাইগার্স, এ জেড স্পোর্টিং ক্লাব ও শিববাটি সজীব সংঘ, চ গ্রæপে ঝোপগাড়ী রাইডার্স, প্লাটিনাম ক্লাব এবং রসুল স্মৃতি সংঘ। দর্শকদের জন্য স্টেডিয়ামের গ্যালারী উন্মুক্ত থাকবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
