সর্বশেষ সংবাদ ::

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায়স্কুল অভ দা হলি কুরআন এর মানববন্ধন

বগুড়া সংবাদ : ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনী কর্তৃক নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। স্কুল অভ দা হলি কুরআন এর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১০টায় শহরের কলোনী ও কানুছগাড়ী এলাকায় দুটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন স্কুল অভ দা হলি কুরআন এর অধ্যক্ষ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী, উপাধ্যক্ষ মোঃ আল আরাফাত হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক যাকারিয়া মাহমুদ, আতিকুল হক, আব্দুল মালেক, খুজিস্তা আকতার, আবু তালহা, আব্দুল্লাহ আসলাম, আলী আজগর, আজাদুল ইসলাম, ইফতেখার, আলভী, নাঈম আহম্মেদ, ওবায়দুল হক, জোবায়ের হোসেন, আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
মানববন্ধনে অধ্যক্ষ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপি মুসলিম রাষ্ট্রসমূহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় তিনি ইসরালি পণ্য বয়কটসহ গাজায় হত্যাকান্ড বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নানা রকম শ্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন করা হয়।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *