
বগুড়া সংবাদ :
বগুড়া সংবাদ : সোনাতলার সন্তান ইলমান হাবিব বিন রেজা অনুর্দ্ধ ১৯ জাতীয় ক্রিকেট দলের সদস্য নির্বাচিত হওয়ায় গত রোববার (৩০মার্চ) রাত সাড়ে ৮টায় তাকে সোনাতলা নাগরিক কমিটি ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে। স্থানীয় ভোজনশালায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ জিয়াউল ইসলাম শান্তুর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল আহমেদ খান-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন,নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,বিএনপি নেতা শাকিল রেজা বাবলা ও ইলমান হাবিব বিন রেজা। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য গোলাম রব্বানী, মোঃ আব্দুল হান্নান,রিবন সরকার,শফিউল্লাহ্ শফি,রোকসানা আকতার ও মাহফুজ রহমান-সহ অনেকে। ইলমান হাবিব বিন রেজা সোনাতলা সদরের শাকিল রেজা বাবলার ছেলে ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক এমপি মরহুম ডাক্তার হাবিবুর রহমানের নাতী। বক্তারা বলেন, ইলমান হাবিব বিন রেজা অনুর্দ্ধ ১৯ জাতীয় ক্রিকেট দলের সদস্য নির্বাচিত হওয়ায় শুধু সোনাতলাবাসীর গর্ব বা অহংকার নয়,গর্ব সমগ্র উত্তরবঙ্গবাসীর। সে যেন লেখাপড়ার পাশাপাশি তার শ্রম, মেধা ও ক্রীড়া কৌশলের মাধ্যমে ক্রিকেট খেলিয়ে আগামীতে গোটা দেশের সুনাম অর্জন করতে পারে।