
বগুড়া সংবাদ : বগুড়া সারিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ০১ জন গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ
আজ ০১/০৪/২০২৫ তারিখ ১৩:৩০ ঘটিকায় বগুড়া সারিয়াকান্দি কুতুবপুর নামক স্থানে আখ বোঝাইকৃত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মোঃ আব্দুল হাকিম (৩২), পিতা- মোফাজ্জল সরকার, সাং-ঝিনাই, থানা -ধুনট, জেলা- বগুড়া গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৪:২০ ঘটিকায় নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বর্ণিত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
বর্ণিত ব্যক্তি পেশায় ব্যাটারি চালিত অটো ভ্যান চালক। বর্তমানে মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।